Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

বৃহত্তর বরিশাল জেলার উপকূলীয় এলাকায় বনায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬৭-৬৮ আর্থিক সালে উপকূলীয় বনোপাদন বিভাগ, বরিশাল প্রতিষ্ঠা করা হয়। সৃষ্টি লগ্নে বরিশাল, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলা বরিশাল উপকূলীয় বনোৎপাদন বিভাগের আওতাধীন ছিল। কাজের ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় ১৯৭৬ সালে পটুয়াখালী ও বরগুনা জেলা নিয়ে পটুয়াখালী উপকূলীয় বনোৎপাদন বিভাগ এবং ১৯৯০ সালে ভোলা উপকূলীয় বন বিভাগ সৃষ্টি হলে ১৯৯০ সাল থেকে বরিশাল উপকূলীয় বনোৎপাদন বিভাগকে খুলনা বন সম্প্রসারণ বিভাগ, বরিশাল নামকরণ করা হয় এবং খুলনা ও বাগেরহাট জেলাকে এ বিভাগের অন্তর্ভূক্ত করা হয়।পরবর্তিতে উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প বাস্তবায়নের জন্য ১৯৯৫ সালে উপকূলীয় অঞ্চলে সৃজিত অন্যান্য বন বিভাগের সাথে বাগেরহাট ও পিরোজপুর আলাদা বন বিভাগ সৃষ্টি করা হয়। পরবর্তিতে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপন বলে ২০০১ সালে খুলনা বন সম্প্রসারণ বিভাগ, বরিশাল এর নাম পরিবর্তন করে  সামাজিক বন বিভাগ, বরিশাল নামকরণ করা হয়।বর্তমানে বরিশাল ও ঝালকাঠি এ দু‘টি প্রশাসনিক জেলার ১৪টি উপজেলা নিয়ে বরিশাল সামাজিক বন বিভাগ গঠিত।

ছবি